নজরুল ইসলাম ভুঁইয়া
হাট টিমা টিম টিম
ঘোড়ায় পাড়ে বিশাল বিশাল ডিম!
ঘোড়ার ডিম কিনতে গেল
নীলপরীদের টিম।
আসমান জমিন পরখ করে
কোথায় পাবে ডিম
হাট টিমা টিম টিম
ঘোড়ায় নাকি পাড়ে ডিম?
ঘোড়ার ডিম কি পাওয়া যায়
এদিক ওদিক ঘুরতে ঘুরতে
নীলপরীদের জীবন যায় যায়।
ঐ নীল আকাশের তারার মেলায়
নীলপরীরা হাওয়া খেতে
দিক দিগন্তে পথ হারিয়ে যায়।
লালপরীরা তাল ধরেছে
খাবে মোরগের ডিম!
নীলপরীরা সায় দিয়েছে
করবে তাতে চিল।
মোরগের ডিম কিনতে গেল
লাল-নীল পরীদের টিম।
এবারও তারা সর্বক্লান্ত
খুঁজে মোরগের ডিম।
অবশেষে হায়
বুজতে তারা পায়
হাট টিমা টিম টিম নামে
কোনো প্রাণী নাই।
তারা আরও বুজতে পারে
আসলে ডিম মুরগী পাড়ে
মোরগ কখনও ডিম পাড়ে না
হয় না ঘোড়ার ডিম।
তারিখঃ বৃহস্পতিবার, ১৪ ই অক্টোবর, ২০২১ ইং।
২৯ শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
৭ ই রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।