নজরুল ইসলাম ভুঁইয়া
স্বপ্ন আমার কি করে হায়
যাব সুরমা নদীর তীরে
ঐখানে যে ডুবে মরছে
হাজার মানুষ প্রাণীরে।
শিশু বৃদ্ধ সবাই ভাসছে
ডুবছে হাজার প্রাণী
অতি উন্নয়নের জোয়ারে
জীবনের টানাটানি।
প্রতিবেশী দেশ বন্ধু আমার
দান করেন ভীষণ
গ্রীষ্ম শীতে শুকিয়ে মারে
বাঁধ আটকিয়ে তখন।
বর্ষাকালে মহান রবের
ইচ্ছাতেই পাই পানি
অঝর ধারায় বৃষ্টি নামে
সল্পতা নাই জানি।
প্রতিবেশী তখন আবার
খুলে দেয় সব বাঁধ
উজানের সব পানি দিয়ে
ডুবাই মারে, পায় স্বাদ।
বছর বছর ইলিশ পাঠাই
আম লিচু যত
প্রতিদানে তারা ইচ্ছেমত
বাঁধ দিয়ে যায় শত।
অতি বন্যায় মানুষ মরে
হাজার প্রাণী হয়তো
এই শোকেতে কাতর আমরা
কিছু মানুষ নয়তো।
বিবেকহীন মানুষ তারা
শোকে কাতর নয় যারা
পদ্মা সেতুর উদ্বোধনে
হবে আনন্দে আত্মহারা।
আগে মানুষ পরে সেতু
বাঁচাও মানুষের জান
মানুষ বাঁচলে সেতু দেখবে
সবাই পাবে মান।
তারিখঃ সোমবার, ২০ জুন, ২০২২ ইং।
৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
১৯ জিলক্বদ, ১৪৪৩ হিজরি।