নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসময় চট্টগ্রামে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাতাসের দিক ও গতিবেগ: উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি. মি. যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ কি. মি. বা আরও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৯ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১২টা ৪০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৭টা ১৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ১টা ৭ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার রাত ৭টা ১৬ মিনিটে।