চট্টগ্রামে গরম আরো বাড়বে

নবযাত্রা ডেস্ক


চট্টগ্রামে দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে। এছাড়া আজ আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরো জানায় আগামী দুদিন দেশের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টির আভাস রয়েছে।

আজ চট্টগ্রামের বাতাসের দিক ও গতিবেগ: দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে

আজকের সূর্যাস্ত : আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

আজকের সেহরীর সময় সূচি: আজকের সেহরির শেষ সময়: ভোর ৪ টা ১৯ মিনিট

ইফতারের সময়: সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৪টা ৫২ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টায় ৫৭
মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ১১ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ৪৭ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *