জাপার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা ৬ মার্চ

নবযাত্রা ডেস্ক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। দুই মার্চের পরিবর্তে আগামী ৬ মার্চ বুধবার সকাল ১০ টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলের নেতা গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১ মার্চ) দলের পক্ষ থেকে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিবর্তিত তারিখে অনুষ্ঠিতব্য যৌথ সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদেরকে উপস্থিত থাকাতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *