বহুদিন তোমার সাথে দেখা হয় না বলে
শ্রাবণেও আকাশ ভেঙে এখন আর বৃষ্টি
ঝরে না মাটিতে
মেঘ বালিকা চুমো খায় না পাহাড়ের গালে ,
মাঝ রাতে থেকে থেকে কেঁদে ওঠে কুহক ,
বসন্তেও গাছের ডালে শোনা যায় না কোনো
কোকিলের কুহুরব
মেঘের বুক ছেদ করে হাসি দেয় না মখমলি
জোছনার হলুদ মায়া
বহুদিন তোমার সাথে দেখা হয় না বলে
বুকের ভেতর গজিয়ে উঠা বিষবৃক্ষটা
ডালপালা ছড়িয়ে ঝাঁকড়া হচ্ছে দিন দিন ;
বুকের উপরটা ঠেসে ধরেছে অদৃশ্য এক
বিশাল ভারি পাথর
দু’চোখ ভরে দেখা হয় না আর কুয়াশা ভেজা
সবুজ ঘাসের উপর ন্যুয়ে পড়া ভোরের সকাল ;
বহুদিন তোমার সাথে দেখা হয় না বলে
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায় নিয়েছে রোজ
সন্ধ্যায় বাঁশঝাড়ে বসে কিচিরমিচির করা ধান
শালিকের ঝাঁক ,
দেখা হয় না বলে
ট্রেন স্টেশনের গ্যালারিতে বসে থেকে দীর্ঘ
সময় কাটে তোমার প্রতীক্ষায়
হাজারো লোকের ভিড়ে শুধু তোমাকেই খোঁজে
আমার বিরহী চোখ
নক্ষত্রেরা চোখ বুঁঝে থাকে রাতের শুষ্ক দেয়ালে
মন খারাপের কনকনে শীতে স্টেশনে দাঁড়িয়ে
চুমুক দেয়া হয় না গরম কফির কাপে ;
একটা গোলাপ হাতে নিয়ে শুঁকা হয় না তার
কোমল নীল ঘ্রাণ
বহুদিন তোমার সাথে দেখা হয় না বলে
নিস্তব্ধ রাত শুধুই ছটফট করে আমার চোখে
কখন যেন অলক্ষ্যে হারিয়ে যায় প্রতিটি বিকেল।
তারিখ- ১৯/০২/২০২৪ ইং