দামাল সেনা

নজরুল ইসলাম ভুঁইয়া

বাংলা মায়ের দামাল সেনা
ভয় করে না; বুলেট বোমা
এগিয়ে থাকে সব কাজে
ন্যয়-নীতির অগ্রভাগে।

সোনার ছেলে দামাল সেনা
কোনও কাজে ভয় করে না,
মাকে বলে ভাবনা কেন?
শত্রু এলে আমরা আছি
অস্ত্র হাতে ধরতে জানি
আমরা প্রতিবাদ করতে জানি।

বাংলা মায়ের দামাল সেনারা
করেছি জীবন পণ,
শত্রু এলে অস্ত্র হাতে লড়ব আমরণ।

বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষাতে
দামাল ছেলেরা জেগেছিল বলে
হানাদাররা হেরেছে।
ছেষট্টির ছয়দফার পর
উনসত্তরের গণঅভ্যুত্থানে
দামাল ছেলেরা এক হয়েছে
লড়ে গিয়েছে মনে প্রাণে।
স্বৈরাচারী শাসকের গদিতে কাঁপন ধরেছে
পতন হয়েছে গণআন্দোলনে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথাতেও
বাংলা মায়ের দামাল ছেলেদের অবদান।
বুকের তাজা রক্ত ঢেলে পেয়েছে
লাল সবুজের পতাকা,
রেখেছে কত কষ্ট করে
দেশের মান-সম্মান।
আমরা বাঙালি বীরের জাতি
আমরাই দামাল সেনার সন্তান।।

তারিখঃ রবিবার, ১৮ই জুলাই, ২০২১ ইং।
৩রা শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ।
৭ই জিলহজ্জ্ব, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *