নারী কল্যানমুখী ১৭ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। এ প্রতিপাদ্যে ঝাঁকঝমকপূর্ণভাবে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিসবটি উপলক্ষে নারী কল্যানমুখী ১৭ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
গতকাল শুক্রবার সকালে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি পরিচালক দিলরুবা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া।
প্রধান অতিথি লুৎফুন নাহার বলেন, নারী ক্ষমতায়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারী সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই দেশের সব জায়গায় মহিলা সচিব থেকে শুরু করে বিভাগীয় কমিশনার-ডিসি-এসপি, ইউএনও-ম্যাজিস্ট্রেট-ওসি ও অন্যান্যস্থানে উর্ধŸতন মহিলা কর্মকর্তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। বর্তমান সরকার সব জায়গায় নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করেছেন। সমতা আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মনমানসিকতার পরিবর্তন ঘটিয়ে নিজের দক্ষতা ও জ্ঞান দিয়ে আগামী ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্যান্য অতিথিরা বলেন, নারী মানে কারও করুণার পাত্র নয়। নারীরা এখন দেশের সর্বোচ্চ স্থানে। তারা ক্রিকেট চ্যাম্পিয়ন, এভারেস্ট জয়ী ও নোভেল বিজয়ী। নারীদেরকে শ্রদ্ধা ও সমান চোখে দেখতে হবে। একজন নারীকে অর্থ দিলেই শুধু বিনিয়োগ নয়, তাকে শিক্ষিত করে স্বাবলম্বী করাটাই আসল বিনিয়োগ। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত উদ্যোগে ও সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে জাতীয় অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। নারীরা নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে সহিংসতা ও  নির্যাতন থেকে  রক্ষা পাবে।
এসময় আরও বক্তব্য রাখেন নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, আবিদা আজাদ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জনি রোজারিও, ব্র্যাক’র সমন্বয়কারী এনামুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *