পতাকা আমার রাষ্ট্রের প্রতীক
পতাকা আমার হাসি
পতাকা আমার গৌরবের চিহ্ন
তাই পতাকা ভালোবাসি।
পতাকা আমার বুকের ভিতর
পতাকা বাড়ির ছাদে
পতাকা আমার বিদ্যালয়ের
পবিত্র আঙ্গিনাতে।
পতাকা আমার জীবন-মরণ
পতাকায় শান্তি সবে
পতাকা আমার সামনে যাওয়ার
উন্মাদনায় রবে।
পতাকায় হাসি, পতাকায় কাঁদি
পতাকার পতপত দোলা দেখি ছাদে
হায়েনার দল খামচে ধরলে
পতাকা নিরবে কাঁদে।
তারিখঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ইং।
২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ।
২ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি