আগামী সোমবার পর্যন্ত সহনীয়
তাপমাত্রা থাকবে। ফের বাড়বে গরম।
নবযাত্রা প্রতিবেদক
গত কয়েক দিনের বৃষ্টিপাতের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমান কমেছে। এতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও খানিকটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আগের দিনের চেয়ে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। তাতে ফের খানিকটা কমবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, এটা প্রাক মৌসুমি বায়ুর সময়। এসময় ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে আবার কমে বাড়বে গরম। এ সময়টায় এমন হয়। এমন বৃষ্টি এবং মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৪মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ২টা ৩৮মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৯টা ৬ মিনিটে। দ্বিতীয় শুরু ভাটা হবে বেলা ২টা ৫৩ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৯টা ৪৫ মিনিটে।
এসময় চট্টগ্রাম নদী বন্দরের জন্য এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।