বৃষ্টির অনুভূতি

নজরুল ইসলাম ভুঁইয়া

মেঘে ঢাকা গগনে
বৃষ্টিভেজা জমিনে
বজ্রপাতের কন্ঠে
গর্জে উঠে মনকে
বলি শুধু ভালোবাসি
রাঙা দুটি পলকে
দিব তোমায় চমকে।

অসীম ধারায় বৃষ্টি পড়ে
বৃষ্টি নামে ঘাটে
নদী- পুকুর তুলছে ঢেকুর
উপচে পানি পেয়ে,
মন যমুনায় রঙ লেগেছে
সঙ সেজেছে গায়ে।

ভেজা ভেজা মাটিতে
হাঁটব তোমার পাশেতে
বলব আবার ভালোবাসি
তোমার হৃদয় ছোঁয়াতে।

প্রেম নবরূপে জেগেছে
মনের গহীনেতে
রাখব তোমায় যতনে
দিবা রাত্রির সপনে তে।

তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ইং।
২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
১৫ জিলক্বদ, ১৪৪৩ হিজরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *