মৈনাক পাঠচক্রের আয়োজনে মহান ভাষার মাসে একুশের চেতনা ও বর্তমান বাঙালি সমাজ এবং বাংলা উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক


বাঙালির  চেতনার বিকাশ ও আত্মপ্রতিষ্ঠায়  একুশে ফেব্রুয়ারি ভাস্বর হয়ে থাকবে।
গত ৮ ফাগুনের রক্তপলাশ ঝরা বিকেলে রাষ্ট্রভাষা বাংলার জন্য  যারা জীবন দিয়েছিলো তাদের স্মরণে মৈনাক পাঠচক্রের আয়োজনে চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘একুশের চেতনা ও আজকের বাঙালি সমাজ’ শিরোনামে আলোচনা সভা এবং ‘বাংলা উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৈনাক পাঠচক্রের পরিচালনা পরিষদের সদস্য  রাজিন সালেহের সঞ্চালনায় উক্ত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক সুফিয়া বেগম।
একুশের চেতনা ও বর্তমান বাঙালি সমাজ বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন, মৈনাক পাঠচক্রের সদস্য ও তরুণ চিন্তক গাজী খোরশেদ, নাফিসা নবী।
মূল আলোচক হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন, কবি ও প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহম্মদ, কবি মাহবুবা চৌধুরী।
সংক্ষিপ্তাকারে বক্তব্য রাখেন, অধ্যাপক মুজিব রহমান। প্রথম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন, অধ্যাপক সুফিয়া বেগম। প্রথম অধিবেশনে আলোচকেরা মাতৃভাষার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রভাষা, ভাষা আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস। ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করেন। সেই সাথে বাংলা ভাষায় জ্ঞানচর্চার জন্য সম্মেলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। উক্ত আলোচনা সভা ও কর্মশালার দ্বিতীয় অধিবেশনে ‘বাংলা উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ’ প্রদান করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মুজিব রাহমান ও সাংবাদিক মুমতাহিনা মাহি। পরিশেষে সবার প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, মৈনাক পাঠচক্রের প্রধান সমন্বয়ক আবু হানিফ নোমান। আলোচনা সভা শেষে মৈনাক পাঠচক্রের আয়োজনে ‘স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি ও ছোটগল্প রচনা’ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষে একুশের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার জন্য তরুনদের জ্ঞানচর্চার উপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *