রইব না অন্ধকারে

নজরুল ইসলাম ভুঁইয়া

অন্ধকারে রইব না আর
বের হব আলোর খোঁজে
দেখব আমি সংসারেতে
কেমন করে ঘুরছে মানুষ
দেশান্তরে ঘুর্ণিপাকে।

রইবো না আর অন্ধকারে
ঘুরব আমি সংসারেতে
দেখব সবি, আকাশ বাতাস চন্দ্র তারায়
সাগর নদী মাড়ি দিয়ে
চড়ব আমি পাহাড় চূড়ায়।

মানব নাকো সীমার বাঁধন
দশ দিকেতে ছুটব আমি
মাতব শুধু আবিষ্কারের মত্ত নেশায়
উড়াব আমি বাংলাদেশের
বিজয় নিশান।

দেখব আমি সংসারেতে
বিজ্ঞানীরা কেমন করে নতুন
আবিষ্কারের নেশায় থাকে
চন্দ্রলোকে পাড়ি দিয়ে
নতুন গ্রহ সৃষ্টি করে?

দেখব আমি সংসারেতে
কেমন করে বীর ডুবুরি মুক্তা আনে
গভীর জলের অতল হতে?
জাহাজ ডুবে লাশ হওয়া যাত্রী আনে
সাগর নদীর গভীর হতে?

কেমন করে সুখী দেশের
মানুষ গুলো সুখে থাকে
আমি কেমন করে সুখী হব
সুখে থাকার মন্ত্র শিখব
তাদের থেকে।

দেখব আমি সংসারেতে
কেমন করে বিদেশগুলো উন্নত হচ্ছে
কোন নেতাদের হাত ধরে
উড়ছে তারা কেমন করে
উন্নতির শিখরে।

এই ধরনী কেমন করে হয় ডিজিটাল
দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।

আমি রইব না আর অন্ধকারে
দেখব আরও সংসারেতে
কেমন করে ক্ষমতাবানরা নির্যাতন চালায়
ক্ষমতাহীন অসহায়দের।
কেমন করে ইজরাইলিরা
নির্মমতায় মানুষ মারে ফিলিস্তিনে
কেমন করে নির্লিপ্ত থাকে
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স,
ব্রাজিল ভারত বিশ্বজনে।

কেমন করে বুক কাঁপে না আমিরাত,
মিশর সুদান, জর্ডানেরও
কেমন করে এই দেশগুলো
ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত
ইজরায়েলের সাথে সম্পর্ক গড়ে।

দেখব আমি সংসারেতে
ভালো মন্দ সবি
তবে আমি মানবো নাকো
কোন অনিয়ম উচ্ছৃঙ্খল
ভেঙে চূড়ে করব সব সমান
শক্ত করে মনোবল।

আমি রইব না আর অন্ধকারে
বের হব আলোর খোঁজে
কাজ করব সবি অসাধারণ
থাকব শুধু সাধারণে।

তারিখঃ বুধবার, ২রা জুন, ২০২১ ইং।
১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ।
২০শে শাওয়াল, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *