শব্দ দূষণ

নজরুল ইসলাম ভুঁইয়া

ঘরে বসে টিভি দেখি
গান শুনি ভীষণ
নাটক সিনেমা যাই দেখি
হয় শব্দ দূষণ।

বাজারে গিয়ে কপালে ভাঁজ
নাই কারো হায়া লাজ
বিড়ি সিগারেট হুকায় টান
সামনের জন সাইডে যান,
বাজারে অঘোষিত চলছে রণ
সব জায়গায় গিজগিজ করছে
উপচে পড়া মানুষজন।
ক্রেতা-বিক্রেতা চলছে হুড়োহুড়ি
দিচ্ছে জোরে ডাক
বিশাল একটা হাট
কেনা বেচা চলছে ভীষণ
খুবই শব্দ দূষণ।

অফিস টাইমে বের হয়েছি
অফিসে হবে যেতে,
গাড়িতে উঠে হতাশ হয়েছি
বসব আমি কিসে?
উপচে পড়া ভীড়ের মাঝে
দাঁড়িয়ে আছি বেশ
হঠাৎ হঠাৎ ব্রেকেতে
আমি হচ্ছি শেষ।
পাবলিক গেলো ক্ষেপে
চালককে বকা দিচ্ছে ভীষণ,
সামনের গাড়ি যাত্রী নিতে
দাঁড়িয়ে আছে অনেকক্ষণ,
পিছনের গাড়ি সামনে যেতে
দিচ্ছে জোরে হর্ণ-
ওরে শব্দ দূষণ।

রাস্তা পার হতে গিয়ে
পড়লাম দূর্ঘটনায়
সবাই আমায় নিয়ে গেল
হাসপাতালের বারান্দায়,
ডাক্তার-নার্সের থেকেও
বেশি আছে রোগীর স্বজন
রোগী দেখার চেয়েও
তাদের আলাপচারিতায় মন
করে শব্দ দূষণ।

কারাগারের অন্দর খবর জানি
শিকের ভিতরে আসামী
বাইরে দাঁড়িয় স্বজন
চিৎকার করে কথা বলে
করে ভাব আদান প্রদান
হয় শব্দ দূষণ।

ক্ষমতাসীন দল সরকারের
পক্ষে করে জনসভা
বিরোধী দল করে
বিপক্ষে আন্দোলন,
মন্দির, মসজিদ, মাজার, শ্মশান
ধর্মের দিকে করে আহবান,
এইসবেতে মাইকের ব্যবহার ভীষণ
করে শব্দ দূষণ।

সড়ক, নৌ, রেলপথ স্টেশন
সর্বত্র আছে গাড়ি দাঁড়ানো
নয়তো চলছে করে ভনভন
বাজিয়ে জোরে গাড়ির হর্ণ
শব্দ দূষণ, শব্দ দূষণ।

তারিখঃ শনিবার, ১৩ই মার্চ, ২০২১ ইং।
২৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
২৮ই রজব, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *