নিজস্ব প্রতিবেদক
এবার কালপুরুষ নাট্য সম্প্রদায় প্রবর্তিত ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক পেয়েছেন নাট্যকার ও নির্দেশক রবিউল আলম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪’র নাট্য পদক দেয়া হয়। গ্রুপ-থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলালের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, প্রদীপ দেওয়ানজী, হাবিবুল্লাহ দুলাল ও শুভ্রা বিশ্বাস।
বক্তারা শান্তনু বিশ্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সৃজনশীল মানুষ কখনোই হারিয়ে যান না। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে চিরজাগরুক থাকেন। শান্তনু বিশ্বাস নাটক রচনা, নির্দেশনা, নাট্যাভিনয়ে, ব্যতিক্রমী গান রচনা, নাটকে গানের ব্যবহার এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে কৃতিত্বের যে স্বাক্ষর রেখেছেন তা এক কথায় অপূর্ব। আর শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য-পদকপ্রাপ্ত নাট্যজন রবিউল আলম নাটকে অবদানের জন্য ইতোমধ্যে বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন। তিনিও নাটক রচনা, নির্দেশনা ও অভিনয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই সম্মাননা পদকও নিশ্চয়ই রবিউল আলমকে ভীষণ অনুপ্রাণিত করবে।
এরপর সোয়া ৭টায় মিলনায়তনে ‘অঙ্গন থিয়েটার ইউনিট’ পরিবেশন করে নাটক ‘বদলী’। অনিল সাহা রচিত ‘বদলী’ নাটকটির রূপান্তর, সংযোজন ও নির্দেশনা দিয়েছেন সনজীব বড়ুয়া।