নজরুল ইসলাম ভুঁইয়া
সত্য কথা বলি সবাই
গাই সত্যের গান
সত্য পথে চলে
করি সত্যের জয়গান।
সত্য কথা ভালো লাগে না
মিথ্যা লোকের কাছে
মিথ্যুকেরা ঘুরে সারা
ভন্ড লোকের পাছে।
মিথ্যা কথায় ভারি বিপদ
মিথ্যুকেরা জানে
তারপরও তারা মিথ্যা বলে
স্বার্থ রক্ষার ভানে।
মিথ্যা দিয়ে ঢাকা যায় না
সত্যের জয়গান,
সত্যবাদী মিথ্যা কথায় পায় ব্যথা
পাহাড় সমান।
মিথ্যুকেরা মিথ্যা নিয়ে
ছলচাতুরী করে,
মিথ্যাবাদী হয় না দামী
খাঁটি ইমানদারে।
নীতিহীন মানুষ যারা
তারা মিথ্যা নিয়ে মরে।
মিথ্যাবাদী আপন হয় না
কোনো আপনজনে,
তাই সত্য কথা বলি সদা
সুন্দর এই ভুবনে।
তারিখঃ শুক্রবার, ১৫ ই অক্টোবর, ২০২১ ইং।
৩০ শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
৮ ই রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি।