সমাজকে শিশু বন্ধ করতে না পারলে তাদের শারীরিক- মানসিক বিকাশ সম্ভব নয়- বক্তাগণ

নবযাত্রা প্রতিবেদক

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা ও বাস্তবায়রে লক্ষ্যে  সরকারী বেসরকারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিশু সমান ও মূল্যবান। সুবিধাবঞ্চিত শিশুদেরকে যদি কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে তারা দক্ষ জনসম্পদে পরিণত হবে। তাই শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুশ্রম বন্ধ ছাড়া শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সম্ভব নয়।


গতকাল বৃহস্পতিবার নগরীর বাকলিয়া সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও ঊষা নারী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় উপস্থিত অতিথিরা এ কথা বলেন। অগ্নিবীণা শিশু ফোরামের শিশু প্রতিনিধি অচ্যুতানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন ঊষা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা আক্তার শিলা।

এসময় শিশু চাহিদা,অধিকার ও সুরক্ষার বিষয়ে মুল বক্তব্য তুলে ধরেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার (কর্ণফুলী) জনি রোজারিও। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা দৃষ্টি র্নিবাহী পরিচালক হেলাল উদ্দিন মাহবুব, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার স্বাগত বড়ুয়া, অপরাজেয় বাংলাদেশ ইনচার্জ জিনাত আরা বেগম, মাহাবুব উল আলম, ঊষা সাংগঠনিক সম্পাদক আরমিনা হক পুষ্পা, প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত, ওয়ার্ল্ড ভিশন চাইল্ড প্রটেকশন অফিসার শারমিন আক্তার।


আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ওয়াল্ড ভিশন অগ্নিবীনা ক্লাবের সাংস্কৃতিক দল গান, নৃত্য কবিতা আবৃত্তি পরিবেশন করেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুকে নতুন কাপড় উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *