মরিয়ম জাহান মুন্নী
দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং নারী- পুরুষে সমতা আনতে নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এখন সময়ের দাবি। নারীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্পোরেট অফিস ফারুক চেম্বারে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও) আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২৩ কার্যক্রমের অংশ হিসেবে আইল্যান্ড সিকিউরিটিজ লি. এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় নারী বিনিয়োগকারীদের পারিবারিক সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে নানা তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) নারীদের পুজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করতে আরো বলেন, দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। তাই দেশের সামগ্রিক উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম। পুরুষ আয় করলেও নারীরাই মূলত সংসার খরচ ব্যয় করে থাকেন। তাই পরিবারের মাসিক যে খরচ হয় সে খরচ থেকে যদি কোনো নারী সাধ্যমত একটি শেয়ার ক্রয় করেন তবে সে বিনিয়োগ তার বৃদ্ধ বয়সের ভরসা হয়ে উঠবে। শুধু কর্মজীবী নারীরাই নয়, গৃহিণীরাও এমন ছোট ছোট শেয়ারে বিনিয়োগ করতে পারেন। যা দৈনিক খরচের পাশাপাশি ভবিষতের সঞ্চয় হয়ে দাঁড়াবে। পারিবারির এ সঞ্চয় ও বিনিয়োগ ১৮ বছর থেকে যে কোনো নারী- পুরুষই একক বা যৌথভাবে বিও একাউন্ট খুলতে পারে।
তিনি আরো বলেন, অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঞ্চয়। প্রতিটি মানুষের জীবনে একটা সময় রোজগারের সামর্থ থাকে না। সন্তানদের উচ্চ শিক্ষার ব্যবস্থা, বিয়েশাদিসহ রোগ ব্যাধিতে চিকিৎসা ব্যবস্থার জন্য এসব সঞ্চয়ের অপরিসীম গুরুত্ব রয়েছে। যা বিপদের দিনে কাজে আসবে। পারিবারিকভাবে স্বাধীন হতে পারবে এবং নিরাপত্তা বাড়বে। এছাড়া ব্যবসায়ীক সক্ষমতা বাড়বে।
সঞ্চয়ের নিয়মনীতি: প্রতি মাসে যে আয় হয়, সে থেকে যে ব্যয় হয় তার থেকে একটি নিদিষ্ট পরিমান অর্থ জমার অভ্যাস তৈরি করতে হবে। সঞ্চয় খাতকে ব্যয় খাতের মতই অগ্রাধিকার দিকে হবে। সঞ্চয়কে ব্যয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। সঞ্চয়কে নিরাপদ ও লাভজনকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। মূদ্রাস্ফীতির কুফল থেকে সঞ্চয়কে রক্ষা করার নিয়ম জানতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার আরো উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের কর্মকর্তা ও নারী বিনিয়োগকারীগণ।