স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে হবে


নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে নিতে হবে। যেন তারা সমাজের বোঝা না হয়ে, বরং প্রশিক্ষিত হয়ে সম্পদে পরিণত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে করণীয় সম্পর্কে সম্ভাব্যতা যাচাই কার্যক্রমবিষয়ক ফোকাস গ্রুপ ডিসকারশন (এফজিডি) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদুল আলম এসব কথা বলেন।

রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স হলে ঢাকাস্থ বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এ এফজিডি’র আয়োজন করে। এতে চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা বিশুদ্ধ মুক্তা পানি উৎপাদন ও প্লাস্টিক পণ্য তৈরির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক শাহনাজ পারভীন, ডিডিআরসি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শহিদুল ইসলাম সাজ্জাদ, ইউসিডি চট্টগ্রামের মো. আশরাফ উদ্দিন, মো. ইকবাল বাহার, লুৎফুর নাহার ও জেসমিন সুলতানা পারু।


উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের অধীনে পরিচালিত হচ্ছে মুক্তা পানির প্ল্যান্ট। শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনর্বাসনের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের অধিকারের সুরক্ষা দিতে এমন উদ্যোগ নিচ্ছেন প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *