উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ বাঙালীর


উৎসবমুখর পরিবেশে
বসন্ত বরণ বাঙালীর

নিজস্ব প্রতিবেদক
‘ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়…’। দিনভর চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন বোধন আবৃত্তি পরিষদের দুই সংগঠন, প্রমা আবৃত্তি পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম সিটি করপোরেশন গান, নাচ, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রাসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত ১লা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে। সেই উৎসবে দলে দলে যোগ দেয় তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ।


বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আমবাগান রেলওয়ে:


গতকাল বুধবার পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বসন্ত উৎসব সকালে শুরু হয়। সভাপতি সোহেল আনোয়ারের কবিতা আবৃত্তি দিয়ে যন্ত্রসংগীত পরিবেশন করে ভায়োলিনিস্ট চিটাগং। এরপর বসন্ত প্রদীপ প্রজ্বালন ও কবুতর উড়িয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব মৃন্ময় বিশ্বাসের সঞ্চালনায় কথামালায় অংশ নেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন ইকবাল হায়দার, উপদেস্টা লায়ন বাসুদেব সিনহা, সভাপতি সোহেল আনোয়ারসহ অন্যান্যরা। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বিকালের অনুষ্ঠান।


জেলা শিল্পকলা একাডেমি:


‘ফাগুনের আগুনে, মন রাঙিয়ে দীপ্ত চেতনায়’ বসন্ত বরণ উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।


গতকাল বিকালে শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বসন্তের গান, কথামালা, আবৃত্তি ও নৃত্যে উপস্থাপিত হয় ষড়ঋতুর বাংলার চিরায়ত রূপবৈচিত্র। শুরুতে জেলা কালচারাল অফিসার  মোসলেম উদ্দিন সকলকে বসন্তের শুভেচ্ছা জানান।


লালদিঘিতে বোধন বসন্ত উৎসব:


‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে লালদিঘি ময়দানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর পরিবেশনায় একক আবৃত্তি এবং বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক রোজী মজুমদার সেনের সেতার বাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেলের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, চউকের নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ।


চসিক’র বই মেলায় বসন্ত উৎসব:
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের আয়োজনে সিআরবি শিরীষতলায় অমর একুশে বই মেলার উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে শুরু হয় বসন্তকথন পর্ব। এই পর্বে বই মেলা পরিষদের সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও চসিক উপসচিব বই মেলা কমিটির সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু অংশ নেন। দ্বিতীয় পর্বে বসন্ত ও ভালবাসার গান নৃত্য এবং সন্ধ্যায় মীরাক্কেল সিজন নাইন জি-বাংলা কলকাতার প্রখ্যাত মীরাক্কেল আরমান বই মেলা মঞ্চে গান ও কৌতুক পরিবেশন।

সিআরবি সাত রাস্তার মোড় প্রমা আবৃত্তি সংগঠন:


‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’। গানের সুরে মুখর সিআরবি সাত রাস্তার মোড়ে প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত উৎসব। এখানে সকাল ৮টায় শুরু হয় অনুষ্ঠান। নাচে গানে মুখর ছিল রাত নয়টা পযন্ত।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *