নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে কোনো ষড়যন্ত্রের সুযোগ কাউকে দেওয়া হবে না। এই মাঠটি সিজেকেএসের ছিল এবং সিজেকেএসের অধীনেই থাকবে। আমরা বছরব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন চালিয়ে যাবো। খুব শিগগিরই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগসহ অন্যান্য খেলাও শুরু হবে।”
তিনি আরও জানান, জাম্বুরী মাঠের সংস্কার ও আধুনিকায়নের জন্য ইউসিবিএল ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “চট্টগ্রামের প্রতিটি খেলার মাঠকে খেলা উপযোগী করে গড়ে তোলা হবে।”
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, আমিনুল ইসলাম আমিন, জিএম হাসান, মকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, এম এ মুসা বাবলু, মোহাম্মদ ফরিদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবদুল আহাদ রিপন ও আরিফুল হক প্রমুখ।
২০টি দল, ৪৩টি ম্যাচ
এবারের টুর্নামেন্টে ২০টি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে, যেগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। দুটি সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২৯ হাজার টাকা, যা সম্পূর্ণভাবে বহন করছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে রয়েল স্পোর্টস একাডেমি মুখোমুখি হয় সাইনিং স্পোর্টস একাডেমির। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে সিএস স্পোর্টস একাডেমি খেলছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমির বিপক্ষে।
অংশগ্রহণকারী দলসমূহ
ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়ার ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।
টুর্নামেন্টের ম্যাচগুলো চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠেও অনুষ্ঠিত হবে।