নিজস্ব প্রতিবেদক
আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের কমোডিটি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে এক্সচেঞ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার আইএসএলের কর্পোরেটে অফিস ফারুক চেম্বারে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। আইএসএলের সকল কর্মকর্তা বৃন্দ অফলাইন এবং অনলাইনের মাধ্যমে উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন করে।
আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. নাকিম উদ্দিন নিশাদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন হেড অফ কমপ্লাইয়েন্স মো শাহিন। মূখ্য আলোচক ছিলেন মো. ফয়সাল হুদা (ডিপুটি ম্যানেজার মেম্বার সেক্রেটারি, সিএসই কমোডিটি টিম)।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এমডি মো. নাকিম উদ্দিন নিশাদ বলেন, দেশের আর্থিক বাজারের জন্য কমোডিটি একচেঞ্জ প্লাটফর্মের ধারণাটি নতুন এবং বাংলাদেশের মতো বৃহৎ বাজার বিবেচনায় এদেশের কমোডিটি একচেঞ্জ সম্ভাবনা অনেক। কমোডিটি একচেঞ্জ চালুর মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়নের এক নতুন মাত্রা যোগ হবে।
কমোডিটি একচেঞ্জ কাগজ বা ইলেক্ট্রনিক পদ্ধতিতে এসব পণ্যের মালিকানা হাতবদল হয়। পৃথিবীর উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও কমোডিটি এক্সচেঞ্জ আছে। এই প্রশিক্ষনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ সম্পর্কে ধারনা প্রদান এবং আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সকল কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা করা।
তিনি আরো বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন কর্মকর্তা সফলভাবে কমোডিটি এক্সচেঞ্জ প্লাটফর্মের লেনদেন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। তাছাড়া উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জে নতুন নতুন বিনিয়োগকারী সৃষ্টি করতে সহযোগিতা করবে।