জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে বর্ষবরণ উৎসবে ৫০চিত্রশিল্পীর সড়ক অঙ্কন

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষবরণ উপলক্ষে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম।

এতে অংশগ্রহণ করবেন চট্টগ্রামের খ্যাতিমান ৫০ জন চিত্রশিল্পী। আয়োজনের প্রথম পর্ব শুরু হবে বর্ষবরণের আগের দিন আগামী ১৩ এপ্রিল শনিবার রাতে। এসময় নগরীর ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির সড়কটি গানে গানে তুলির আঁচড়ে রাঙিয়ে তুলবেন শিল্পীরা। এরপর ১৪ এপ্রিল সকাল ৮টায় এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

বর্ষবরণ উপলক্ষে শুক্রবার সকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়। এসময় সভায় দু’দিনের অনুষ্ঠান সূচি নির্ধারণ করা হয়। প্রথম দিনে সম্মিলন পরিষদের বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে পরিষদের সদস্যরা পরিবেশন করবেন স্বদেশ পর্যায়ের গান। এ ছাড়া দিনব্যাপী আয়োজনে অন্যান্য সংগঠন তাদের গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে। এদিন কথামালায় অংশ নেবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত, সাহিত্যিক ফেরদৌস আরা আলীম, ডা. সেলিম আকতার চৌধুরী।

উল্লেখ্য- ১৩ এপ্রিল রাতে ডিসি হিলের সামনে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পী কে এম এ কাইয়ূম, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী স্বপন আচার্য ও শিল্পী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী। আরও উপস্থিত থাকবেন শিল্পী বিশ্বজিৎ তলাপাত্র, সুকান্ত চৌধুরী ও অজয় সেন চৌধুরী। এ সময় পরিষদের নিজস্ব শিল্পী ও বাউল শিল্পীদের গানের সুরে সুরে তুলির আঁচড় দেবেন চিত্রশিল্পীরা। বাঙালি সংস্কৃতির আবহমান ধারাকে তুলে ধরতে এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *