বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে চসিক মেয়র ডা. শাহাদাত

জলাবদ্ধতা নিরসনে চলবে সমন্বিত সংস্কার অভিযান

নবযাত্রা প্রতিবেদক

চট্টগ্রাম, ৩০ জুলাই ২০২৫:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বুধবার দুপুরে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন।

নগরের প্রধান নগর ভবন, বাটালি হিল, টাইগারপাস, চকবাজার, বহদ্দারহাট, কাপাসগোলা ও ফরিদা পাড়া এলাকায় রাস্তাঘাট, নালা-নর্দমা এবং সংশ্লিষ্ট অবকাঠামোর অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ফরিদা পাড়ায় একটি বাসা থেকে নালায় ময়লা ফেলতে দেখলে মেয়র ডা. শাহাদাত নিজেই ভবন মালিককে মোবাইলে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়ালে ম্যাজিস্ট্রেট দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, “আমরা বর্ষায় সৃষ্ট ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখেছি। অতীতে অনেক নালা অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল, যা এখন পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। তিন মাসব্যাপী নালা ও ড্রেন সংস্কারের কাজ চলবে, পাশাপাশি খাল পুনরুদ্ধার ও পরিষ্কারের কার্যক্রমও অব্যাহত থাকবে।”

তিনি জানান, ইতোমধ্যে নগরের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। একযোগে কাজ করতে মাঠে রয়েছে চসিকের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতের আওতায় আনা হচ্ছে।

ডা. শাহাদাত বলেন, “জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে ড্রেনে আবর্জনা ফেলা ও নিষ্কাশন লাইন বন্ধ হয়ে যাওয়া। নাগরিকদের সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা ও অভিযান জোরদার করা হবে। বাসার ময়লা নালা-খালে ফেললে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বর্ষাকালে রাস্তা কাটাকাটি বন্ধ রাখতে ওয়াসাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে সুইস গেট সঠিকভাবে পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী পাম্পিং হাউজ ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছে।

মেয়র বলেন, “শহরের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি এখনই সঠিক পদক্ষেপ না নিই, তাহলে এই ময়লা থেকে জন্ম নেওয়া এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঘটাবে।”

পরিদর্শনকালে চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত আমিনসহ প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *