হালিশহরে পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নবযাত্রা প্রতিবেদক

হালিশহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মারুফ (২০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের নজরুল ইসলামের ছেলে। সে হালিশহরের আনন্দধারা হাউজিংয়ের সবুজবাগ এলাকায় বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে খবর পেয়ে এইচ ব্লকের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *