ঐকতান সাংস্কৃতিক উৎসবে চিত্রনায়ক রিয়াজসামাজিক অবক্ষয় প্রতিরোধে বাঙালিসংস্কৃতি চর্চা বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক


সাংস্কৃতিক সংগঠন ‘ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী’র ৪০ বছর উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


গতকাল ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে উৎসবটি অনুষ্ঠিত হয়। ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মালেক। এছাড়া উৎসবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ আহমেদ।


রিয়াজ আহমেদ বলেন, এখন তরুণদের মধ্যে সাংস্কৃতিক চর্চা হয় না বললেই চলে। যে কারণে সমাজে অপরাদ প্রবণতা বেড়ে গেছে। সামাজিক অবক্ষয় প্রতিরোধে বাঙালি সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।


অন্যান্য অতিথিরা বলেন, বাঙালির ইতিহাস ঐতিহ্যকে সকলের হৃদয়ে পৌঁছে দিতে এই জাতীয় কর্মকান্ডে সমাজে প্রতিষ্ঠিত সাস্কৃতিক ব্যক্তিবর্গকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা দরকার। বর্তমান আকাশ সংস্কৃতির যুগে নতুন প্রজন্মকে নিয়ে সামাজিক অবক্ষয় প্রতিরোধে আমাদের অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতিকে প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই ভবিষ্যত প্রজন্ম একটি সুগঠিত বাংলাদেশ পাবে।


সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি যীশু বণিক, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যান পালসহ অন্যান্য। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *