নবযাত্রা প্রতিবেদক
দেশের বিভিন্ন জেলায় কর্মরত ১৯ নারী সাংবাদিককে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক সংগঠন ‘সমস্টি’।
গত ১৮ মার্চ পটুয়াখালীর কুয়াকাটার পৌর মিলনায়তে তিন দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাংবাদিকদের ভূমিকা ও নিউজের কলাকৌশল সম্পর্কে সাংবাদিকদের প্রশির্ক্ষণ দেয়া হয়। তিনদিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক সংগঠন ‘সমষ্টি’র পরিচালক ও চ্যানেল আই সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর কমিউনিকেশন ম্যানেজার মো. সারোয়ার ই আলম।
ট্রেডিংয়ের দ্বিতীয় দিনে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ (সিআইপিআরবি) তত্বাবধায়নে পরিচালিত ‘আঁচল’ পরিদর্শন করেন নারী সাংবাদিকরা। এসময় এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারের সাথে কথা বলতে মাঠ পর্যায় ভিজিট করেন সাংবাদিকগন।