নবযাত্রা প্রতিবেদক
দেশের প্রায় সব বিভাগেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিহার ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “মৌসুমি বায়ু এখনো সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, অব্যাহত বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।